লাইসেন্স বিহীন হাসপাতাল স্থাপন করে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা ও নিবন্ধিত নার্স, কর্মী ও বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া চিকিৎসা প্রদান করার অপরাধে আশশিফা ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতালের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
২৫ নভেম্বর বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নুশরাত আরা খানম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।
আসামি করা হয় আশশিফা ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ ইকবাল হাসানকে।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর সিভিল সার্জনের কার্যালয় থেকে তথ্য প্রাপ্ত হয়ে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় লাইসেন্সবিহীন আশশিফা ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতালে সার্জারি কার্যক্রম পরিচালনা করছে এমন অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে সিলগালা করে দেয়া হয়। আশশিফা ডায়গানস্টিক এন্ড জেনারেল হাসপাতালে কর্তৃপক্ষ আইন লঙ্ঘনের অভিযোগ প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, লাইসেন্স বিহীন হাসপাতাল স্থাপন করে কার্যকলাপ চালু রেখে আইন লঙ্ঘন করার অপরাধে মামলা হয়েছে।