‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ প্রত্যয়ে বাংলাদেশ পুলিশ ও পুনাকের উদ্যোগে যৌথভাবে সামাজিক বনায়ন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১১ আগষ্ট) নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে জেলা পুলিশ লাইনসে এ কর্মসূচি পালিত হয়। এ সময় জেলা পুলিশ লাইনসে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
বনায়ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জেলা পুনাকের সভানেত্রী জেসমিন কেকাসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও জেলা পুনাকের সদস্য।