নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (১০ জুলাই) দুপুরে কারখানাটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যে ঘটনাটি ঘটেছে সেটা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। সারাদেশ এ ঘটনায় স্তব্ধ। একসঙ্গে এতজনের প্রাণহানি খুবই দুঃখজনক।
অগ্নিকাণ্ডে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা অসুস্থ, তারা দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন বলে আশা করছি। আহতদের সুচিকিৎসা এবং নিহতের সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্ত্রী আরো বলেন, সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানায় আগুনের ঘটনায় মামলা হয়েছে। এখন পর্যন্ত আটজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় যদি সামান্যতম ভুলভ্রান্তি করে থাকে তাহলে কারো ছাড় নেই, তাদের আইন অনুযায়ী বিচার করা হবে। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, শনিবার (১০ জুলাই) অগ্নিকাণ্ডের ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান ও এমডিসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে।