1. admin@ultimatenewsbd.com : adminsr : Admin Admin
  2. afridhasan.ahb@gmail.com : Shah Imon : Shah Imon
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত, আহত ৫

নিজস্ব প্রতিবেদক, ultimatenewsbd.com
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ১৭৭

নরসিংদীতে কভার্ডভ্যানের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন লেগুনার আরও পাঁচ যাত্রী।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে নরসিংদীর পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক মহাসড়কের ভাটপাড়া টাকশাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার বাংলাবাজার দেওয়ানগঞ্জ গ্রামের সাইফুল ইসলামের ছেলে আলামিন (১০), নরসিংদীর বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামের হাফিজুল ইসলাম (৪৬) ও গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার মোজাফ্ফর হোসেনের ছেলে চাঁন মিয়া (৫৫)।

জানা গেছে, দুপুরে পাঁচদোনা থেকে একটি কভার্ডভ্যান টঙ্গীর দিকে যাচ্ছিল। কভার্ডভ্যানটি ভাটপাড়া টাকশাল মোড়ে এলে বিপরীত দিক ঘোড়াশাল থেকে আসা যাত্রীবাহী একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও পাঁচজন যাত্রী।  
 
পাঁচদোনা ফাঁড়ির ইনচার্জ ইউসুফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। একইসঙ্গে হতাহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© আল্টিমেট কমিউনিকেশন লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান   ***চলছে পরীক্ষামূলক কার্যক্রম***
Theme Customized BY LatestNews