নরসিংদীর পলাশে সড়ক থেকে অজ্ঞাত দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৪ জুলাই) সকালে উপজেলার টঙ্গি-পাঁচদোনা আঞ্চলিক সড়কের ভাগদি নামক স্থান থেকে ১২ ও ১৪ বছরের দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পলাশ ও মাধবদীর সীমান্তবর্তী এলাকায় রাতের কোনো একসময় সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া সড়কের পাশ থেকে দুমড়েমুচড়ে যাওয়া একটি বাইসাইকেল জব্দ করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, মরদেহ দুটি উদ্ধার করে ঘোড়াশাল ফাঁড়িতে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করার জন্য তাদের আত্মীয়-স্বজনদের খবর নেয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে মরদেহ দুটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।