1. admin@ultimatenewsbd.com : adminsr : Admin Admin
  2. afridhasan.ahb@gmail.com : Shah Imon : Shah Imon
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

ধাপে ধাপে খুলবে সব শিক্ষা প্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ১২৩

করোনা সংক্রমণের হারে ইতিবাচক পরিবর্তন আসায় প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা দেখা দিয়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠান একসঙ্গে খুললেও ধাপে ধাপে শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে নেওয়া হবে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবার ছুটি বাড়ানোর ঘোষণা থাকলেও এবার কবে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে সেই ঘোষণা দেওয়া হবে। যৌথ সংবাদ সম্মেলনে এসব নিয়ে ঘোষণা দেবে দুই মন্ত্রণালয়।  

গতবছরের মার্চে দেশে করোনা সংক্রমণের পর ১৮ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সংক্রমণের পরিস্থিতি গত বছরের সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কম ছিল। সেই অভিজ্ঞতায় এবং শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় হয়তো সেপ্টেম্বর থেকেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা আসবে।

শিক্ষামন্ত্রী দীপু মনি মঙ্গলবার (২৪ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সচিবালয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিয়ে কথা বলেছেন।  

দীপু মনি বলেন, ‘যেভাবে এখন সংক্রমণের হার ক্রমেই নিচে নেমে যাচ্ছে, আর এই নিম্ন গতি যদি থাকে এবং সেই সঙ্গে সবাই একটু স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে ইনশাল্লাহ খুব শিগগিরই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো। হয়তো একটু ধাপে ধাপে খুলবো। কারণ আমাদের এখানে শ্রেণি কক্ষের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা পৃথিবীর যেকোনো দেশের চেয়ে অনেক বেশি।

তিনি বলেন, ‘নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। সে কারণে হয়তো আমরা একটু ধাপে ধাপে খুলবো। এখন শুধুমাত্র অপেক্ষা সংক্রমণের হার হ্রাস আর একটু অনুকূলে আসার। ’

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারে প্রথম দিন থেকে বৈশ্বিক সংকটের শুরু থেকে আমাদের নির্দেশনা দিয়েছেন, পথ দেখিয়েছেন আমাদের শিক্ষার্থীদের যেন শিক্ষা জীবন ব্যাহত না হয়। তারা যেন পিছিয়ে না পড়ে এবং তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা যেন সিদ্ধান্ত নেই। আমরা এখন পর্যন্ত সেটি করে চলেছি। পড়াশোনা থেকে যেন শিক্ষার্থীরা পিছিয়ে না যায়, সেজন্য নানান পদ্ধতি নিয়েছি। ’ 

গত বছরের মার্চ থেকে সবশেষ ঘোষণা অনুযায়ী আগামী ৩১ আগস্ট পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি পূর্বনির্ধারিত আছে।  

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, প্রতিবার ছুটি বাড়ানো হয়। এবার হয়তো ঘোষণা দেওয়া হবে যে এত তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। তবে ধাপে ধাপেই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান।

সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন স্কুল খোলা নিয়ে বলেন, যেকোনো সময় প্রধানমন্ত্রী নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য প্রস্তুত আছি। তবে ধাপে ধাপে শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে নিয়ে আসা হবে বলে।   

গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, স্কুলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষকদের এরইমধ্যে প্রতিদিন স্কুলে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর

© আল্টিমেট কমিউনিকেশন লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান   ***চলছে পরীক্ষামূলক কার্যক্রম***
Theme Customized BY LatestNews