নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত দেশব্যাপী গণ অনশনের অংশ হিসেবে পাবনার ঈশ্বরদীতে গণ অনশন করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩১মার্চ) সকাল ১১টা থেকে দুপর ২টা পর্যন্ত উপজেলার দাশুড়িয়া গোলচত্বর এলাকায় এ গণ অনশন পালন করে বিএনপির নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব আজমল হোসেন সুজনের সঞ্চালনায় অনশন কার্যক্রম পরিচালিত হয়।
গণ অনশনে মুঠোফোনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাসিবুর রহমান, আব্দুস সামাদ সুলভ, হাসান আলী বিশ্বাস , পৌর সভার বিএনপির মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন।
বক্তারা নিত্যদ্রবের মূল্য বৃদ্ধির জন্য সরকারের সমালোচনা করেন। তারা বলেন বর্তমানে শুধু মাত্র আওয়ামীলীগাররাই ভালো আছে, সাধারণ জনতা নয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রজব আলী সরদার, রমজান আলী, মহিদুল ইসলাম, আব্দুর রজ্জাক, ইদ্রিস আলী, উপজেলা কৃষকদলের সভাপতি এনামুল হক, সদস্য সচিব পাঞ্জু রহমান সরদার, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, খন্দকার অনিক, সাইফুল পন্ডিত, পতিক, আনোয়ার হোসেন বাচ্চু, সুমন মালিথা, রতন, বিপুল মোল্লা, ছাত্রদল নেতা শফি, তুহিন মেম্বর, রহুল আমিন সজিব, সজিবসহ উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।