দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ৯ লাখ ৪৩ হাজার ৭২০ ডোজ। এর মধ্যে ২ কোটি ১৩ লাখ ৩০ হাজার ৭৪৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৯৬ লাখ ১২ হাজার ৯৭৭ ডোজ মজুত আছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ৪৬৩ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫৬ লাখ ৯৪ হাজার ২৮০ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।
সোমবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছে ২৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৯ হাজার ৮৪০ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে ১ কোটি ৮ লাখ ৪৮ হাজার ৪৮২ ডোজ ।
এছাড়া ৭৮ লাখ ১৩ হাজার ৮২ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে আজ প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৪৭ হাজার ৩২৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৪৬ হাজার ২১৩ জন।
মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ২৫ লাখ ৭৮ হাজার ৭১১ ডোজ। এর মধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৭ হাজার ৫২৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪৮ হাজার ৭১৩ জনকে।
এদিকে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫০১ জন।