আগামী দুএকদিনের মধ্যে ঢাকার যানজট কিছুটা কমে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘যানজট দূর করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সোমবার (১৯ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী একথা জানান।
মন্ত্রী বলেন, ‘ঈদে যানজট যাতে না হয়, সেজন্য হাইওয়ে পুলিশসহ জেলা পুলিশ, সড়ক বিভাগ কাজ করবে। রাস্তার খানাখন্দ ঈদের আগেই ঠিক করা হবে।’
ঈদুল ফিতরে সারাদেশের আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কূটনৈতিক পাড়ায় পুলিশি টহল জোরদার করা হবে।‘এসময় পোশাক কারখানা ছুটির বিষয়েও কথা বলেন আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ‘পোশাক কারখানায় পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে। ৬০ লাখ শ্রমিক ঈদে ঢাকা ছাড়বে। বেতন ভাতা সময়মতো দেওয়ার জন্য মালিকদের বলা হয়েছে।’
আর সড়কে শৃঙ্খলা রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাস, ট্রেন এবং লঞ্চে অতিরিক্ত যাত্রী না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’