1. admin@ultimatenewsbd.com : adminsr : Admin Admin
  2. afridhasan.ahb@gmail.com : Shah Imon : Shah Imon
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

দীপ্ত টিভির পরিচালকসহ ৩ জনের জামিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৬০

চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের পিপি মেজবাহ উদ্দিন জানান, তথ্যপ্রযুক্তি আইনে করা একটি মামলায় সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন কাজী ফার্মস গ্রুপ ও দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী জাহেদুল হাসান, কাজী ফার্মস গ্রুপের পরিচালক কাজী জাহিন হাসান ও কাজী রাবেত হাসান ও চিফ অপারেটিং কর্মকর্তা কাজী উরফি আহমেদ। আদালত শুনানি শেষে প্রথমে চার জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত একই দিন বিকালে আবারও শুনানি শেষে জাহেদুল হাসানের জামিন মঞ্জুর করেন। অন্য তিন জনকে কারাগারে পাঠানো হয়। আজ এ মামলায় শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৬ ও ২২ মার্চ দীপ্ত টিভিতে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলে মুজিবর রহমানকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। এতে তাদের সম্মানহানি হওয়ার অভিযোগ তুলে একই বছরের ৫ এপ্রিল তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় চট্টগ্রামের চকবাজার থানায় মামলাটি করা হয়। মামলা করেন নুরুল ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম। মামলায় কাজী জাহেদুল হাসান, কাজী জাহিন হাসান, কাজী উরফি আহমেদ ও টেলিভিশনটির চট্টগ্রামের নিজস্ব প্রতিবেদক রুনা আনসারীকে আসামি করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর

© আল্টিমেট কমিউনিকেশন লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান   ***চলছে পরীক্ষামূলক কার্যক্রম***
Theme Customized BY LatestNews