1. admin@ultimatenewsbd.com : adminsr : Admin Admin
  2. afridhasan.ahb@gmail.com : Shah Imon : Shah Imon
বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন

দাবি মেনে নেয়া হলে রাশিয়া শস্য চুক্তিতে ফিরবে : পুতিন

নিজস্ব প্রতিবেদক, ultimatenewsbd.com
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১১৭

দাবি পুরোপুরি ভাবে মেনে নেয়া হলে মস্কো-ইউক্রেন শস্য চুক্তিতে ফেরার বিষয়টি বিবেচনা করবে।
রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বুধবার এই কথা বলেছেন।
চলতি সপ্তাহে এই শস্য চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়ার পর এই প্রথম রুশ নেতা এমন মন্তব্য করলেন।
সরকারি এক বৈঠকে তিনি বলেছেন, বর্তমান আকারে এই চুক্তির ধারাবাহিকতা সকলভাবেই অর্থহীন হয়ে পড়েছে।
তিনি আরো বলেছেন, অবশ্যই আমরা এই চুক্তিতে ফিরে আসার সম্ভাবনা বিবেচনা করব। তবে শুধুমাত্র একটি শর্তে, আর তা হল যদি সকল নীতি যার অধীনে রাশিয়া চুক্তিতে অংশ নিতে সম্মত হয়েছিল তা সম্পূর্ণরূপে বিবেচনায় নিয়ে পূরণ করা হয়।
পুতিন বলেছেন, বেশ কয়েককার এই চুক্তির মেয়াদ বাড়িয়ে রাশিয়া যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে।
যাদের মূলত প্রয়োজন তাদের না দিয়ে পশ্চিমারা এই চুক্তিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলেও তিনি উল্লেখ করেন।
জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় করা এই শস্য চুক্তির আওতায় গত বছর ইউক্রেন তিন কোটি ২০ লাখ টনেরও বেশি খাদ্য শস্য রপ্তানী করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© আল্টিমেট কমিউনিকেশন লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান   ***চলছে পরীক্ষামূলক কার্যক্রম***
Theme Customized BY LatestNews