দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩৭ জনে দাঁড়িয়েছে। আগের দিন এক ঘোষণায় ২৭৬ জনের কথা বলা হয়। খবর এএফপি’র।
দেশটির মন্ত্রী খুমবুদজোনতশাভানি বলেন, “দক্ষিণ আফ্রিকান পুলিশ গাউতেং প্রদেশে সহিংসতা সংশ্লিষ্ট মৃতের সংখ্যা সংশোধন করে ৭৯ জনের এবং কওয়াজুলু-নাতালে ২৫৮ জনের কথা জানিয়েছে।”
আরও জানান, সহিংসতা চলাকালে মারাত্মকভাবে আহত অনেকে পরে মারা যাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে গেছে।
দক্ষিণ আফ্রিকায় সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার কারাদণ্ডের প্রতিক্রিয়ায় উদ্ভব হওয়া বিক্ষোভ গত সপ্তাহে গণ-অসন্তোষে রূপ নেয়। এর সঙ্গে যুক্ত হয় বেকারত্ব, বিদ্যুৎ বিভ্রাট ও কভিড ব্যবস্থাপনায় ব্যর্থতার প্রতিবাদ।
বিক্ষুব্ধরা বিভিন্ন শহরের দোকান-পাট, শপিং মলে লুটতরাজ এবং ফ্যাক্টরি ও ওয়ারহাউজে আগুন দেওয়া হয়।
এ দিকে নিরাপত্তা বিশ্লেষকেরা জানান, পুলিশ ও নিরাপত্তা সদস্যদের ওপর আস্থা হারিয়ে জনগণ নিজেদের হাতে আইন তুলে নিয়েছে।