1. admin@ultimatenewsbd.com : adminsr : Admin Admin
  2. afridhasan.ahb@gmail.com : Shah Imon : Shah Imon
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন

তুরস্কে ভূমিকম্প: ৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে বেরোলেন নারী

নিজস্ব প্রতিবেদক, ultimatenewsbd.com
  • আপডেটের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৫

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচ থেকে নয়দিনেরও বেশি সময় পর জীবিত উদ্ধার করা হয়েছে এক নারীকে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) কাহরামানমারাস শহরে একটি ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় তাকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই নারীকে উদ্ধারের দৃশ্য।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, গত ৬ ফেব্রুয়ারি ধ্বংসাত্মক ভূমিকম্প আঘাত হানার ২২২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে ৪২ বছর বয়সী এক নারীকে। তার নাম মেলিক ইমামোগ্লু। ভিডিওতে দেখা যায়, স্ট্রেচারে করে ওই নারীকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে।

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে এরই মধ্যে ৪১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে কেবল তুরস্কেই মারা গেছেন ৩৫ হাজারের বেশি।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন, তুরস্কে ভূমিকম্পে এ পর্যন্ত ৩৫ হাজার ৪১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ কোটি ৩০ লাখেরও বেশি মানুষ। আহত ১৩ হাজার ২০৮ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

তুরস্ক ছাড়াও সিরিয়া, লেবানন, সাইপ্রাসের মতো প্রতিবেশী দেশগুলোতেও আঘাত হানে ওই ভূকম্পন। এর মধ্যে সিরিয়ায় প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৮০০ জনের বেশি।

তুর্কি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রায় আড়াই লাখ উদ্ধারকর্মী কাজ করছেন। ওইসব এলাকা থেকে ১ লাখ ৯৫ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, ৮২টি দেশ থেকে ৯ হাজার ৪৬ জন উদ্ধারকর্মী তাদের সাহায্য করতে গেছেন। এ পর্যন্ত অন্তত ১০০টি দেশ তুরস্ককে সহায়তার প্রস্তাব দিয়েছে। আরও দুটি দেশ শিগগির উদ্ধারকারী দল পাঠাবে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© আল্টিমেট কমিউনিকেশন লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান   ***চলছে পরীক্ষামূলক কার্যক্রম***
Theme Customized BY LatestNews