দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের জন্য অপেক্ষা করতে বলেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম।
সোমবার (১৩ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি সচিব।
সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘কমিশন বলেছেন, নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে। প্রথমার্ধের দিন যেহেতু এখনও সামনে আছে, তাই আপনারা অপেক্ষা করুন।’
নভেম্বর মাসের প্রথমার্ধের বাকি আছে মাত্র দুই দিন। ইসি সচিবের বক্তব্য অনুসারে বুধবারের (১৫ নভেম্বর) মধ্যে তফসিল ঘোষণার কথা। অবশ্য ইসি সূত্রে জানা গেছে, বুধবার (১৫ নভেম্বর) বা বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।