কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালি এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতরা হলেন- মো. কবির (১৮) ও মো. ফয়সাল (১৮)। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ খারাংখালি বিওপির বিজিবির টহল দলের সদস্যরা নাফ নদীর বেড়ীবাঁধে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা এবং একটি মোবাইল ফোন পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার প্রায় ৫৯ লক্ষ টাকা।
আটককৃতদের জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।