জার্মানির বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ৮ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দূতাবাসের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং দূতাবাসের দ্বিতীয় সচিব মো. খালিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জীবন ও কর্মের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
পরে অনুষ্ঠানে সমবেত সবার উদ্দেশ্যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া রাষ্ট্রপতির বাণী, দূতাবাসের মিনিস্টার মো. মুর্শীদুল হক খান প্রধানমন্ত্রীর বাণী এবং দূতাবাসের কাউন্সেলর কাজী তুহিন রসুল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন।
আলোচনা সভায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন দূতাবাসের মিনিস্টার এম. মুর্শীদুল হক খান, কমার্শিয়াল কাউন্সেলর মো. সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মিজানুল হক খানসহ অনেকে।