জামালপুর পৌরসভার বাসিন্দাদের মধ্যে করোনা আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার লক্ষ্যে জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু-এর সার্বিক দিক নির্দেশনায় কার্যক্রম শুরু করলো “হ্যালো মেয়র টিম”।
“হ্যালো মেয়র টিম” এর পক্ষ থেকে করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন, চিকিৎসা সেবা, ঔষধ সরবরাহসহ করোনায় আক্রান্ত রোগীদের পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।
এ কার্যক্রমে ৭ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। সার্বিক তত্ত্বাবধান করছেন খোদ মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু নিজেই।
এদিকে আজ “হ্যালো মেয়র টিমে” এম্বুলেন্স সার্ভিস যোগ করলেন জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু। দেশের এ কঠিন সময়ে করোনা রোগী বহনে “হ্যালো মেয়র টিমে” এম্বুলেন্স সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন স্থানীয়রা।
জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু জানান, জামালপুরে করোনা রোগী দিনদিন বেড়েই চলেছে।সেই সাথে মৃত্যুর হারও বেশি। সেই সাথে রোগীদের অক্সিজেনের সংকট দেখা দিচ্ছে। হাসপাতালে বেডের চেয়ে রোগী সংখ্যা বেশি হওয়ায় অনেকেই ভর্তি হতে না পেরে বাসায় চিকিৎসা নিচ্ছেন। সেসব রোগীদের বাসায় অক্সিজেনের প্রয়োজন দেখা দিচ্ছে। মূলত অক্সিজেনের সংকটের কথা ভেবেই এই উদ্যোগ নেয়া হয়েছে। সেই সাথে দরিদ্র,অসহায় ও নিম্ন আয়ের মানুষদের খাদ্য, ঔষধ সহায়তা দেওয়া হবে। এছাড়া, করোনা আক্রান্ত রোগী বহনে কাজ করছে “হ্যালো মেয়র টিমে” এম্বুলেন্স সার্ভিস।
মেয়র জানান, ৭ সদস্যের একটি দল ২৪ ঘণ্টা এ সেবা প্রদানে নিয়োজিত আছে।