1. admin@ultimatenewsbd.com : adminsr : Admin Admin
  2. afridhasan.ahb@gmail.com : Shah Imon : Shah Imon
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

জামালপুরে করোনায় আক্রান্তদের সেবায় হেল্প সেন্টার চালু করলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ultimatenewsbd.com
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ১৭০

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় সব ধরনের সহায়তা দিতে হেল্প সেন্টার চালু করেছে জামালপুর জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় সহায়তা দিতে “হেল্প সেন্টারের” উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও করোনায় আক্রান্ত রোগীদের সেবা পর্যবেক্ষণ টিমের প্রধান ইকবাল হাসান মাহমুদ টুকু। হেল্প সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শাহ্ মো.ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাড. মঞ্জুর কাদের বাবুল খান, জেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সজিব খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ হেল্প সেন্টারে করোনা রোগীদের চিকিৎসা সেবা দিবেন ড্যাব জামালপুর জেলার আহ্বায়ক ডা. আহম্মদ আলী আকন্দ। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ দুই শিফটে হেল্প সেন্টারের কার্যক্রম অব্যাহত থাকবে। হেল্প সেন্টারে সহযোগীতায় কাজ করবেন বিএনপির নেতা-কর্মীরা। করোনা আক্রান্ত রোগীদের পরিবার হেল্প সেন্টারে যোগাযোগ করলে তাদেরকে স্বাস্থ্যসেবা চিকিৎসাসহ প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন দলটি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© আল্টিমেট কমিউনিকেশন লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান   ***চলছে পরীক্ষামূলক কার্যক্রম***
Theme Customized BY LatestNews