আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাংসদ মির্জা আজম রৌমারি বিল পরিদর্শন করেছেন। এ সময় তার সাথে ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী ও জামালপুর পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু ।
রৌমারি বিল ঝিনাই নদী ও দাতঁভাঙ্গা নদীর মিলনস্থল হওয়ায় বিলটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে বাস করে বিভিন্ন প্রজাতীর পরিযায়ী পাখি। এখানে আছে মাছের অভয় আশ্রম।
মির্জা আজম বলেন, পর্যটকদের সুবিধার্থে বিলের চারপাশে নিমার্ণ করা হবে উচু রাস্তা। পাখিদের বাঁচাতে বিলের চারপাশে রোপণ করা হবে হিজল , জারুল , শিমুল , বাশঝাড় ও নানা জাতের গাছপালা । দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা রৌমারি বিলের সৌন্দর্য দেখতে ভ্রমনে আসবে।
মাদারগঞ্জে খরকা বিলে পর্যটন কেন্দ্র গড়ার পাশাপাশি রৌমারি বিলের কাজ শুরু করা হয় ২০১৯ সালে । মির্জা অজম এমপি বিল পরিদর্শন করে অভিভুত হয়েছেন । তিনি প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এলজিইডিকে দ্রুত প্রকল্প বাস্তাবায়ন করার নির্দেশ দেন ।