গত ২ মার্চ জাতিসংঘে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন সংক্রান্ত একটি রেজুলেশনে বাংলাদেশ ভোটদানে বিরত থাকে। বাংলাদেশ কেন ভোটদানে বিরত ছিল জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন রবিবার (৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে বলেন, ওই রেজুলেশন যুদ্ধ বন্ধের জন্য ছিল না। একটি দেশের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব ছিল। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘে যে প্রস্তাব উঠেছে সেটা যুদ্ধ বন্ধের জন্য নয়। সেটা হলো দোষারোপের জন্য।
আব্দুল মোমেন বলেন, আমরা শান্তি চাই। আমরা চাই না কোথাও যুদ্ধ হোক। আমরা জাতিসংঘে বলেছি যে ঘটনা ঘটছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা আশা করি, সবাই জাতিসংঘের সনদ মেনে চলবে। বাংলাদেশ সব সময় আলোচনার মাধ্যমে যে কোনও সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে।