ভারতের বর্ষীয়ান অভিনেতা অনুপম শ্যাম মারা গেছেন। দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত তিনি, তবে ‘মন কি আওয়াজ প্রতীজ্ঞা’ সিরিয়ালের ঠাকুর সজ্জন সিং হিসেবেই দর্শক মনে আলাদা জায়গা করে নিয়েছেন অভিনেতা।
কয়েক দিন আগে কিডনি সমস্যার জেরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৬৩ বছর বয়সী এই অভিনেতাকে; এর পর তিনি ছিলেন ভেন্টিলেটর সাপোর্টে। গতকাল রোববার মাল্টি অর্গান ফেইলিউর বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে মৃত্যু হয় এ অভিনেতার।
১৯৯৬ সালে শ্যাম বেনেগালের ‘সর্দারি বেগম’ সিনেমার সঙ্গে অভিনয়জীবন শুরু অনুপম শ্যামের। এরপর ‘দিল সে’, ‘জখম’, ‘দুশমন’, ‘সত্যা’, ‘হাজারো খাওয়াইশে অ্যায়সি’র মতো ভিন্ন ধারার সিনেমায় দর্শক তাঁর অভিনয়ের জাদু দেখেছে।
ছোট পর্দায় ‘মন কি আওয়াজ প্রতীজ্ঞা’ ছাড়াও অনুপম শ্যামকে দেখা গেছে ‘রিসতে’, ‘ডোলি আরমানো কি’, ‘কৃষ্ণা চলি লন্ডন’-এর মতো ধারাবাহিকে। তাঁর মৃত্যুতে শোক নেমে এসেছে বিনোদন অঙ্গনে