কোরাবনির ঈদের বাকি মাত্র কয়েকদিন। এরই মধ্যেম জমতে শুরু করেছে পশু বেচাকেনা।
শুধু অনলাইনেই এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার গরু বিক্রি হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মালেক মো. ওমর।
তিনি জানান, খামার, স্থায়ী ও অস্থায়ী হাট থেকে মানুষ গরু কেনা শুরু করেছে। মানুষ খামার থেকে গরু কিনে খামারেই রেখে দিচ্ছে। এখন যে হারে গরু বিক্রি হচ্ছে আশা করছি অবশিষ্ট গরুগুলো ভালো দামে বিক্রি করা সম্ভব হবে। এখন পর্যন্ত শুধু অনলাইনেই গরু বেচাকেনা হয়েছে প্রায় ১ লাখ ১০ হাজার। এ ছাড়া হাটগুলোতে প্রায় ১ লাখ ৯০ হাজারের বেশি গরু বেচাকেনা হয়েছে।
এবছর চট্টগ্রামে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ২০৬টি কোরবানির হাট বসেছে৷ এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৬টি এবং উপজেলায় বাকি ২০০টি। এ ছাড়া ৩৭টি অনলাইন ফ্লাটফর্মে গরু বেচাকেনা হয়েছে এ বছর।