সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু করে চট্টগ্রাম জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ চত্বরে সূর্যোদয়ের পর ৬টা ২৫ মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, উপ পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ স ম জামশেদ খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মু. মাহমুদ উল্লাহ মারুফ, স্টাফ অফিসার টু ডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ চৌধুরী সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।