চট্টগ্রাম নগরের বাকলিয়ার বলির হাটে চোরাই কাঠ উদ্ধারে গিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাব সদস্যদের ওপর হামলা করা হয়েছে। হামলায় র্যাবের চার সদস্য আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে র্যাবের একটি গাড়িও।
রোববার (১১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
র্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা বন বিভাগের লোকজনকে সঙ্গে নিয়ে নগরের বাকলিয়া থানার বলিরহাটে অভিযানে যায় অবৈধ কাঠের দোকানে। এ সময় কিছু লোক র্যাব সদস্যদের বাধা দেয়। এর মধ্যে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো হয়ে র্যাব সদস্যদের ওপর হামলা করা হয়। এ ঘটনার পর আমাদের অতিরিক্ত ফোর্স গিয়ে সাঁড়াশি অভিযান শুরু করেছে।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাছানুর রহমান জানান, ‘র্যাবের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের সঙ্গে বন বিভাগের একটি টিম অভিযানে যায়। এসময় স্থানীয় ব্যবসায়ীরা অভিযানের উপর হামলা করে। খবর পেয়ে অতিরিক্ত লোকবল নিয়ে ঘটনাস্থলে যাই। এরপর অবৈধ কাঠ জব্দ করা শুরু করি। ’
১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর হারুন উর রশীদ জানান, ‘কাঠ জব্দ করতে গেলে স্থানীয় ব্যবসায়ীরা র্যাবের সদস্যদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করেছে বলে শুনেছি। পরে র্যাবের পক্ষ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তারা হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করছে।’