1. admin@ultimatenewsbd.com : adminsr : Admin Admin
  2. afridhasan.ahb@gmail.com : Shah Imon : Shah Imon
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন

চট্টগ্রামে অভিযানে বন্ধ শতাধিক দোকান, ব্যবসায়ীরা দিলেন মুচলেকা

নিজস্ব প্রতিবেদক, ultimatenewsbd.com
  • আপডেটের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২১০

চলমান কঠোর লকডাউনে চট্টগ্রামের হাটহাজারীতে অননুমোদিত দোকান খোলা রাখায় শতাধিক দোকানির কাছ থেকে মুচলেকা নিয়ে সেগুলো বন্ধ করে দিয়েছে পুলিশ। বুধবার (৭ জুলাই) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন উত্তর চট্টগ্রামে লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি)  মো. আনোয়ার হোসেন শামীম।

করোনা ভাইরাস প্রতিরোধে হাটহাজারী পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি আদেশ-নিষেধ উপেক্ষা করে অনেকেই দোকানপাট খোলা রেখে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন- এমন খবর পেয়ে সহকারী পুলিশ সুপার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় অননুমোদিত  দোকানপাট খোলা রেখে ব্যবসা পরিচালনা করার অপরাধে শতাধিক দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী মডেল থানা পুলিশের এসআই নুর এ হাবিব ফয়সাল, এসআই কবির হোসেন, এএসআই আবুল কালামসহ পুলিশ সদস্যরা।

এএসপি মো.আনোয়ার হোসেন শামীম বলেন, করোনার ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধি না মানায় হাটহাজারী পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক অননুমোদিত  দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় দোকানিরা সরকারি বিধি লঙ্ঘন করে আর দোকানপাট খোলা রাখবে না মর্মে মুচলেকা দেন। সামনের দিনগুলোতেও সব সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সরকারি বিধিনিষেধ প্রতিপালনে কঠোর অবস্থান বজায় রাখবে পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© আল্টিমেট কমিউনিকেশন লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান   ***চলছে পরীক্ষামূলক কার্যক্রম***
Theme Customized BY LatestNews