রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় মাঠে নেমেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। উদ্ধার কার্যক্রম ও আহতদের দ্রুত চিকিৎসা সেবায় সহায়তা দিতে বাহিনীর বিশেষ প্রশিক্ষিত ইউনিট আনসার গার্ড ব্যাটালিয়নের (এজিবি) একটি প্লাটুন মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) রাত ১০টা থেকে ৩২ জনের এক প্লাটুন এজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতোলে আহতদের চিকিৎসা সেবা নির্বিঘ্ন করতে, ভিড় এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতে এজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে। এছাড়া শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুই প্লাটুন সাধারণ আনসার নতুন করে মোতায়েন করা হয়েছে। আগে থেকেই ঢাকা মেডিক্যালসহ বিভিন্ন হাসপাতালে আনসার সদস্যরা দায়িত্ব পালন করে আসছেন। তবে মঙ্গলবার সিদ্দিক বাজারে বিস্ফোরণের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আনসার সদস্য মোতায়েন করা হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (মিডিয়া) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।