1. admin@ultimatenewsbd.com : adminsr : Admin Admin
  2. afridhasan.ahb@gmail.com : Shah Imon : Shah Imon
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে দায়ী থাকবে বিএনপিই: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৭৩

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে বিএনপিই দায়ী থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির চিকিৎসকদের তত্ত্বাবধানেই খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন। তার স্বাস্থ্যের অবনতি হলে বিএনপিই দায়ী থাকবে। দণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ম অনুযায়ী সরকারি হাসপাতাল বঙ্গবন্ধু মেডিক্যালে হওয়ার কথা। কিন্তু তিনি অনেকটা মুক্তভাবে থাকছেন। বিএনপির চিকিৎসকদের তত্ত্বাবধানেই তিনি চিকিৎসা নিচ্ছেন। সেক্ষেত্রে চিকিৎসায় তার কোন অবনতি ঘটলে তাদেরই দায় নিতে হবে।’

চতুর্থ ধাপের ইউপি নির্বাচন প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘এবার দ্বিতীয়বারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হচ্ছে। আমরা দেখছি, বেশিরভাগ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। পরের অবস্থানে আছেন আওয়ামী লীগের বিদ্রোহীরা। তারপর আছে বিএনপি। বিএনপি দলীয়ভাবে অংশ না নিলেও স্বতন্ত্রভাবে তাদের প্রার্থী ছিল। এদের মধ্যে মাত্র কয়েকজন জয় পেয়েছেন। এই নির্বাচনই প্রমাণ করে দেশে আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই। অন্য কেউ নেই।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর

© আল্টিমেট কমিউনিকেশন লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান   ***চলছে পরীক্ষামূলক কার্যক্রম***
Theme Customized BY LatestNews