প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্যমূল্য কিছুটা বেড়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি এটা নিয়ন্ত্রণ করতে। মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে। আওয়ামী লীগ সরকার জনগণের সরকার, সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নই আমাদের সরকারের লক্ষ্য।
বুধবার (২২ জুন) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে করা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
মুদ্রাস্ফীতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মে মাসে ব্রিটেনে মুদ্রাস্ফীতি ছিল ৯ শতাংশ, যুক্তরাষ্ট্রে ৮ শতাংশ, ভারতে ৭ দশমিক ৯ শতাংশ এবং তুরস্কে ৫৪ দশমিক ৮ শতাংশ। বাংলাদেশেও এটা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে গত মাসে মুদ্রাস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ৪২ শতাংশ। বাংলাদেশে গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশ।