সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শে ঢাকা বনানীস্থ নিজ বাসায় রয়েছেন। তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো রয়েছে।
আজ মঙ্গলবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী কিশোর ভট্টাচার্য জনি।
কিশোর ভট্টাচার্য জানান, ৩ থেকে ৪ দিন আগে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। গতকাল সোমবার (২৬ জুলাই) রাজধানীর স্কয়ার হাসপাতালে চেকআপ করেছেন। বর্তমানে তিনি বনানীর বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আপাতত জটিল কোনো সমস্যা দেখা দেয়নি।