বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা যদি এই সরকারকে সরাতে না পারি, তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না।’ শনিবার (৯ এপ্রিল) ইস্কাটনের লেডিস ক্লাবে ইফতার পার্টিতে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ‘গুম-খুন’ হওয়া ৫০ নেতা-কর্মীর পরিবারের সঙ্গে ইফতার করেন বিএনপি মহাসচিবসহ জাতীয়তাবাদী কৃষক দলের নেতা-কর্মীরা।
স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ ২০ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।
ইফতারের এই অনুষ্ঠানে কৃষক দলের পক্ষ থেকে ৫০টি পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে গুমের শিকার নেতা-কর্মীদের পরিবারের সঙ্গে কৃষক দল এই ইফতার পার্টি করেছে। কৃষক দলকে ধন্যবাদ জানাই। জাতিসংঘের যে চার্টার সেই চার্টারে এনফোর্সড ডিজএ্যাপিয়ারেন্সকে বলা হয় চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের অপরাধ। কাজটি আওয়ামী লীগ সরকার গত কয়েক বছর ধরে করেছে।’
তিনি আলোচনায় উল্লেখ করেন, আজকে আপনাদের সামনে বসে আছেন আমাদের সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর স্ত্রী। ইলিয়াস আলী প্রায় ১০ বছর আমাদের মাঝ থেকে নিখোঁজ। এখানে আরও অনেক শিশু আছে যারা ৭-৮ ও ১০ বছর তাদের বাবাকে খুঁজছে। এমন প্রায় ৬শ পরিবার আছে যারা তাদের পুত্র-স্বামী-বাবাকে খুঁজে পাচ্ছে না। এটা প্রমাণিত সত্য যে, এদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গিয়েছিল এবং তারা গুম হয়েছে। এ কারণেই র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এসেছে।’
কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় ইফতার অনুষ্ঠানে বিএনপির আবদুল্লাহ আল নোমান, নিতাই রায় চৌধুরী, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, মশিউর রহমান, হাবিবুর রহমান হাবিব, মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, রুহুল কুদ্দুস তালুদার দুলু, শহিদউদ্দিন চৌধুরী এ্যানীসহ অঙ্গসংগঠন ও কৃষক দলের নেতারা উপস্থিত ছিলেন।