1. admin@ultimatenewsbd.com : adminsr : Admin Admin
  2. afridhasan.ahb@gmail.com : Shah Imon : Shah Imon
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জুলিও কুরি পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্ণ হলো আজ ড. ওয়াজেদ মিয়া দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন: তথ্যমন্ত্রী ঢাকা-কলম্বোর মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর দেশি-বিদেশি চক্রান্ত, নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী কাউকে হয়রানি ডিজিটাল নিরাপত্তা আইনের লক্ষ্য নয়: ওবায়দুল কাদের ঈদ ও পহেলা বৈশাখে কোনও ধরনের নাশকতার হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতালে সিজারে জন্মদান বেশি কেন খতিয়ে দেখা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে ‘ডেইরি আইকন’ পুরস্কার পেলো নারায়ণগঞ্জের তাহমিনা ডেইরি ফার্ম জজ হয়ে বিচার বিক্রি করলেই ব্যবস্থা: প্রধান বিচারপতি চট্টগ্রাম ও পায়রা বন্দরে নতুন চেয়ারম্যান বাণিজ্য প্রসারে একসাথে কাজ করবে ইরান-বাংলাদেশ

আশরাফুলের কাছ থেকে বড় ইনিংস চান কোচ

নিজস্ব প্রতিবেদক, ultimatenewsbd.com
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ২০৯

চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে খেলছেন মোহাম্মদ আশরাফুল। দীর্ঘদিন পর মাঠে ফেরা আশরাফুলের কাছ থেকে ভালো কিছুর প্রত্যাশা করছে দল।

তবে টুর্নামেন্টে এখনও তেমন আহামরি ভালো করতে পারেননি আশরাফুল। তিন ম্যাচে খেলে করেছেন ৩৬ রান (৫, ২৫* এবং ৬)। তিন ম্যচের মধ্যে দুটিতে হয়েছেন রান আউট। যেখানে সর্বোচ্চ ২৫ রানের একটি ইনিংস রয়েছে। দলের প্রধান কোচ সারোয়ার ইমরান আশরাফুলের এই রান আউটগুলোকে দৃষ্টিকটু বলে অভিহিত করেছেন। যদিও তার বিশ্বাস, শিগগিরই বড় ইনিংস আসবে এই অভিজ্ঞ ব্যাটসম্যানের কাছ থেকে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) মিরপুরে সাংবাদিকদের একথা জানান সারোয়ার ইমরান। এসময় তিনি আশা প্রকাশ করেন শিগগিরই আশরাফুল বড় ইনিংস খেলবেন। আশরাফুল ট্যাকনিকালি আগের অবস্থায় ফিরে এসেছেন বলে জানান রাজশাহীর প্রধান কোচ।
 
ইমরান সারোয়ার বলেন, ‘(রান আউট হওয়া) আশরাফুলের দুর্ভাগ্য ঠিক বলব না। তিন ম্যাচে দুই রান আউট। এই আউটগুলো একটু দৃষ্টিকটু ছিল। তারপরেও আমি মনে করি, আশরাফুল টেকনিক্যালি এবং ট্যাকটিকালি আগের অবস্থায় ফিরে আসছে। ওর একটা বড় স্কোরের অপেক্ষায় আছি আমরা। আর আমাদের দলের মিডল অর্ডার আশরাফুলকেন্দ্রিক না। আমাদের যে বাঁহাতি আছে ফজলে রাব্বিসহ সবাই ভালো খেলছে। তারপরেও সাইফুদ্দিন কামব্যাক করলে আমাদের দলটা পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। ‘তিনি আরও বলেন, ‘আমি আশাবাদী গত আড়াই মাস আমরা একসঙ্গে কাজ করছি, ম্যাচ খেলছি। সেই হিসেবে আশরাফুল তো টেকনিক্যালি আগের জায়গায় ফেরত আসছে এবং টেকটিক্যালি ও মেন্টালি কতদূর যেতে পারবে এটার ওপরই নির্ভর করবে ও আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারবে কিনা। ওকে মানসিকভাবে শক্ত হয়ে হবে আরো। শারীরিক এবং টেকটিক্যাল পার্টটাতে যদি সে আরো স্ট্রং হতে পারে তাহলে সে আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারবে। ‘

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© আল্টিমেট কমিউনিকেশন লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান   ***চলছে পরীক্ষামূলক কার্যক্রম***
Theme Customized BY LatestNews