কাতারের দোহা থেকে মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে ঢাকায় পৌঁছেছেন আফগানিস্তানে কর্মরত ছয় বাংলাদেশি প্রকৌশলী। তাঁরা আফগান ওয়্যারলেসে কর্মরত। ওই ছয় বাংলাদেশি প্রকৌশলী হলেন রাজীব বিন ইসলাম, মো. কামরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু জাফর মো. মাসুদ করিম ও শেখ ফরিদ উদ্দিন।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, গত শুক্রবার রাতে তাঁরা আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সামরিক ফ্লাইটে দোহায় মার্কিন সামরিক ঘাঁটিতে পৌঁছেন। বাংলাদেশ সরকার তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে দোহায় বাংলাদেশ দূতাবাসকে নির্দেশনা দেয়। নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করে গতকাল মঙ্গলবার দুপুরে তাঁরা দোহা থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।
জানা গেছে, ওই ছয় বাংলাদেশি দোহা থেকে প্রথমে যান দুবাই। সেখান থেকে এমিরেটসের একটি ফ্লাইটে গতকাল রাত সাড়ে ১১টার পর ঢাকায় পৌঁছেন।