করোনা ভাইরাস প্রতিরোধে নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের নির্বাচিত প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের পুত্র নারায়ণগঞ্জের তরুণদের আইকন, জনদরদী ও গণমানুষের নেতা এ কে এম আজমেরী ওসমানের পক্ষ থেকে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ জুলাই) পবিত্র ঈদের দিন, ঈদের নামাজ শেষে বিভিন্ন মসজিদের বাহিরে স্বাস্থ্যবিধি মেনে ধর্মপ্রাণ মুসল্লী ও সাধারণ জনগনের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ কর্মসূচীর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চাষাড়ার সন্তান রিফাত বিন শহীদ।
রিফাত জানান, করোনা ভাইরাসের আক্রমন থেকে রক্ষা পেতে সর্বস্তরের মানুষদেরকে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি পালন করছে। তার-ই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের তরুণদের আইকন, জনদরদী ও গণমানুষের নেতা এ কে এম আজমেরী ওসমানের নির্দেশনায় আমরা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, বিশেষ করে যেসব জায়গাগুলোতে জনসমাগম বেশি হয়, সেসব স্থানে আমরা মাস্ক বিতরণ কর্মসূচী চালাই। সব স্তরের মানুষের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়। এছাড়া, নিম্ন আয়ের দরিদ্র মানুষদের অর্থাৎ যাদের নিয়মিত মাস্ক কেনার সামর্থ্য হয় না, সেসব মানুষদের মাঝেই আমরা অধিকাংশ মাস্ক বিতরণ করি।
মাস্ক বিতরণ শেষে করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীকে রক্ষায় এবং প্রয়াত সাংসদ নাসিম ওসমানের রুহের মাগফেরাত কামনা করে, নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমান, তার সুযোগ্য পুত্র আজমেরী ওসমান, পুত্রবধু সাবরিনা ওসমান ও আজমেরী ওসমানের পুত্র আলিফ ওসমানের সুস্বাস্থ্য ও দ্বীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।