তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সবাইকে একত্রিত করে একটি ঘোষণাপত্র দেওয়া বিএনপির জন্য তো কঠিন কাজ। আবার বিএনপির মধ্যে কয়েকটি ভাগ আছে। তাদের মধ্যে চেয়ারপারসনের ধারা, ভারপ্রাপ্ত চেয়ারপারসনের ধারা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ধারা, সংস্কারপন্থিদের ধারা। কঠিন চ্যালেঞ্জের মধ্যে তারা আছে। তিনি বলেন, ‘বিএনপির জোট অ্যামিবার মতো, আকার বড় হয়, ছোট হয়। আবার মাঝে মাঝে ভাগ হয়ে যায়।’
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি জোটের সব শরিককে নিয়ে একটি ঘোষণাপত্র দিতে চায়। কিন্তু পুরনো ও নতুন মিত্রদের মাঝে দ্বন্দ্ব থাকায় সেটি সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘মাঝে মাঝে বিএনপি জোট বড় হয়, ছোট হয়। আকার বড় হয়, আবার আকার ছোট হয়। অ্যামিবার মতো, আকার বড় হয়, আবার মাঝে মধ্যে ভাগ হয়ে যায়। বিএনপির জোটও হচ্ছে সে রকম। অ্যামিবা যেমন নিজেকে ভাগ করে দুটি হয়ে যায়, আবার চারটি হয়। দেখা গেলো, ওদের ২২ দলীয় জোট ছিল, আবার সেটি ভাগ হয়ে ১২ দলীয় হয়ে গেলো। আবার কয়দিন পর শুনি ৫৪ দলীয় জোট। এ জন্যই তাদের মধ্যে দ্বন্দ্ব। আবার তাদের মধ্যে ডান, বাম, অতি ডান, অতি বাম সবই আছে।’