গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের স্ত্রী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। তাই অসুস্থ স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন শামীম ওসমান।
সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় লিপি ওসমানকে। সেখানে নিউরো মেডিসিন ও অর্থপেডিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের যৌথ বোর্ড লিপি ওসমানের চিকিৎসায় নিয়োজিত রয়েছে বলে জানা গেছে।
এদিকে স্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জবাসী ও দেশের মানুষের কাছে দোয়া ‘ভিক্ষা’ চেয়েছেন শামীম ওসমান।
সোমবার (২৫ জুলাই) স্ত্রীর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে শামীম ওসমান জানান, এমআরআই করার পর লিপি ওসমানের প্রকৃত সমস্যা নিরূপণ করা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই মুহূর্তে প্রিয় নারায়ণগঞ্জবাসীসহ দেশ-বিদেশে যে যেখানে আছেন, সবার কাছে দোয়া চাচ্ছি লিপির জন্য। সবাই আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেন আমার স্ত্রীকে।
নারায়ণগঞ্জের প্রভাবশালী রাজনৈতিক পরিবার ওসমান পরিবারের পুত্রবধূ ও এমপি শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি করোনা সংকটের প্রথম ধাপ থেকেই নারায়ণগঞ্জের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনাকালে জেলার অসংখ্য পরিবারকে প্রকাশ্যে-গোপনে সাহায্য করে মানবতার বহু উদাহরণ সৃষ্টি করে ‘মমতাময়ী মা’ উপাধি পেয়েছেন লিপি ওসমান।
করোনাকালে শুধুমাত্র অসহায় পরিবারই নয়, লিপি ওসমান সহায়তার হাত বাড়িয়েছেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্যারালাইজড রোগীর দিকে, সহায়তা করেছেন আগুনে দগ্ধ পরিবারকে, চিকিৎসা ও অর্থ সহায়তাসহ বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন অসহায় ক্যান্সার আক্রান্তের প্রতিও।