নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, কে কি বললো তা আমার ভাবার বিষয় নয়। তার (শামীম ওসমান) বিষয়ে সিদ্ধান্ত নেবে দল। অপেক্ষা করুন, চমক আছে। এর বেশি কিছু বলতে চাই না।
সোমবার (১০ জানুয়ারি) নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান সংবাদ সম্মেলন ডেকে নৌকা প্রার্থীর পক্ষে প্রচারণায় নামার ঘোষণা দেওয়ার প্রতিক্রিয়ায় সন্ধ্যায় এসব কথা বলেছেন আইভী।
সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেছেন, ‘কে প্রার্থী হু কেয়ার? কলাগাছ না আমগাছ আমাদের দেখার বিষয় না। বিষয় একটা, এটা আমার স্বাধীনতার নৌকা, এটা আমার জাতির পিতার নৌকা, এটা আমাদের শেখ হাসিনার নৌকা, এটা আমাদের রক্ত দিয়ে কেনা নৌকা। সো, এই নৌকার বাইরে যাওয়ার উপায় নেই। নৌকার জন্য যেভাবে নামা উচিত সেভাবে নামতে পারিনি। তবে আজ থেকে নামলাম।’
বিকেলে বন্দরের সোনাকান্দা হাটে নির্বাচনি প্রচারণার সময় ডা. আইভী বলেন, কে আমাকে সমর্থন দিলো কিংবা দিলো না, এ নিয়ে জনগণ কিংবা ভোটারদের মাথাব্যথা নেই। আমার নির্বাচনি এলাকার ভোটাররা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন কাকে ভোট দেবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইভী বলেন, আমি কখনও বলিনি শামীম ওসমানের সমর্থন প্রয়োজন নেই। দল আমাকে নৌকার মনোনয়ন দিয়েছে, যারা নৌকা করে, আওয়ামী লীগের সমর্থন করে তারা এখানে ঐক্যবদ্ধ। ভোটের মাঠে লড়ছি আমি। আমার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। কিন্তু শুরু থেকে দেখছি, গণমাধ্যমকর্মীরা বারবার ভোটের মাঠে শামীম ওসমানকে টেনে আনছেন। সাংবাদিকরা প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। আমি তাকে নিয়ে কোনও বাজে কথা বলিনি।
শামীম ওসমানের সঙ্গে আপনার দ্বন্দ্ব কোথায় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, কোনও দ্বন্দ্ব নেই। আছে নেতৃত্বের প্রতিযোগিতা। তবে নারায়ণগঞ্জে স্বস্তি ও শঙ্কার ব্যাপার আছে। খেলা হবে, সেই খেলা বন্ধ হওয়া উচিত। কাবাডি কিংবা হাডুডু খেলার দরকার নেই। নারায়ণগঞ্জের মানুষ যেভাবে খেলতে চায় সেভাবে খেলবো। মানুষ যে খেলার মাঠে, আমিও সেই মাঠে আছি।তিনি বলেন, নৌকার ব্যাপারে কোনও দ্বন্দ্ব থাকা উচিত না। আমার সঙ্গে কার দ্বন্দ্ব আছে; সেটা নারায়ণগঞ্জবাসী কেয়ার করে না।
‘হাতির ভারে নৌকা হেরে যাবে এমন আশঙ্কা করছেন’ বলে কেউ কেউ বলছেন, এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘বনের হাতি বনে যাবে, নৌকা জিতে যাবে।’