নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, ‘চারদিকে এত মুখোশ পরা মানুষ। মুখোশের অন্তরালে লুকিয়ে থাকে বিভৎস চেহারা। বিভৎস চেহারার মানুষগুলো যখন মুখোশ খোলে তখন আতঙ্কিত হই। মুখোশহীন একটা চেহারা জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার। তাকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই।’
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে কালীরবাজারে সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে কিছু না বললেও আমি নিউজ হয়ে যাই। এটা আমার কপালে লেখা আছে। কাশেম ভাই বলেছেন, যখন কেউ প্রশংসা করে ভালো লাগে, যখন কেউ খারাপ বলে কষ্ট পাই। আমার সাথে কাশেম ভাইয়ের পার্থক্য হচ্ছে, আমি এখন কষ্ট পাওয়া ছেড়ে দিয়েছি।’
সাংবাদিকদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, ‘সত্যই সুন্দর, সুন্দরই সত্য। সত্য বলবেন আঘাত আসবেই। আর যদি সত্য না বলতে পারেন অন্তত মিথ্যা বইলেন না। আমার মনে হয়, এটাই নীতি হওয়া উচিত।’
সাংসদ বলেন, ‘অনেক কিছুই দেখছি, অনেক কিছুই শুনছি, অনেক কিছুই বলার আছে, সময় হলে সব কথাই বলা হবে। রাজনীতি করি দেশের মানুষের জন্য। সত্যিকারে কিছু করার জন্য।’
তিনি আরও বলেন, ‘যাওয়ার সময় হয়ে গেছে। ৬০ বছর বয়স হয়ে গেছে। প্রতিদিন মনে করি আজকেই জীবনের শেষদিন। চেষ্টা করি, আজকের দিনটা ভালো করতে।’
শামীম ওসমান বলেন, ‘জীবনে কিছু ভালো কাজ করতে চাইলে আগে মা, বাবার প্রতি দায়িত্ব পালন করতে হবে। যে সন্তান মা, বাবাকে ভালোবাসে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারে না। আর তোমার কারণে তোমার মা, বাবা, ভাইকে কেউ যদি অপমানিত করে তখন প্রতিবাদ না করো আপোস করো না। নাহলে ভবিষ্যতে নিজেকে ক্ষমতা করতে পারবে না।’
নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশিদ, বিকেএমইএ’র সাবেক সহসভাপতি মাসুদুজ্জামান।